Saturday, October 22, 2022

শুকনো পাতা

কুঁড়ির গন্ধে তারার ছন্দে

চাঁদ উঠেছে চৈতী সন্ধ্যে

শুকনো পাতার হুতাশ না আর

গন্ধঢালা কথা যে তার

যায় যে ডেকে ক্ষণে ক্ষণে

চৈতী মাঠের ছায়ার কোণে

বেদন যে তার খুশি হয়ে

গন্ধ-ধোঁয়ায় যায় যে বয়ে

যায় যে মিশে যায় যে পিষে

আকাশঢালা খুশির বিষে।

(১৯/০৩/২০২২; দক্ষিণশ্রীপুর)

চৈতালী সন্ধ্যায়

 

আমাদের গ্রামে চৈতালী সন্ধ্যায়

যে মাঠ ঘুমায় তার মাথায়

কলারপাতার ঘোমটা সরিয়ে

চাঁদ ওঠে আলো ছড়িয়ে

তখন আকাশটা যে কেমন, যেন বুক খোলা

দূরের কোন আলো এসে সেখানে দেয় দোলা

দুয়েকটি তারা ছড়িয়ে ছিটিয়ে সবে

শূন্য জড়িয়ে একেবারে নীরবে

চেয়ে থাকে চেয়ে থাকে চেয়ে থাকে

কারে দেখে? হয়তো সেই জানে যারে দেখে

আমি কী আর জানি তা।


শুধু জানি, শুকনো কুঁড়ি শুকনো পাতা

মাড়ানো পেষানো থ্যাতলানো-সারাদিন  যাদের দেয় ফেলে

পুষে রাখা গন্ধ হঠাৎ তারা দেয় ঢেলে

সে কী মৃদু সে কী মন্দ, তবু অধীর আকুল তার ছন্দ

ভেঙেচুরে ঢুকে পড়ে আমার ভেতরে

সে কী র্স্বগীয় না অন্য কিছু খুঁজে মরি অন্তরে

তার পর অবশ, স্থীর, বিমূড় আমি দেখি

মহাবিশ্বের মতো অচল চলিষ্ণু হয়ে থাকি

উঠোনের পরে শুকনো পাতা হয়ে

তখন একটা প্রশ্ন করতে ইচ্ছে করে

আমারও কি গন্ধ বের হয়

আমার গন্ধ কি কেউ টের পায়

এই গ্রামে, এই চৈতালী সন্ধ্যায়।


(১৯/০৩/২০২২, দক্ষিণশ্রীপুর)


Wednesday, August 31, 2022

প্রেমমায়া

প্রেমমায়া   ছায়াছায়া

খই বনে    কুটির কায়া,

তুমি-আমি সেথায় ঘুমাই  

মধ্যরাতে  কুয়াসা নামাই


(৩১/০৮/২০২২; সাতক্ষীরা)


Wednesday, August 24, 2022

বৃষ্টিতাড়া

অকালে অঝোর

বৃষ্টিধারা

শিউলিতলা ভিজে,

সকল গন্ধ

বৃষ্টিতাড়া

মিছে বেড়াই খুঁজে ।

রচনা কাল : ২৩/১০/২০২০ দক্ষিণম্রীপুর

Saturday, May 14, 2022

তারা

 চনমনে বাতাসে

খুশি খুশি আকাশে

তারা বসে একা,

হেসে হেসে দেখে সে

দূর বন-বাতাসে

রূপ তার আঁকা।

সেই বনে দুলেদুলে

নেচে গেয়ে ঢুলেঢুলে

সবুজ পাতা,

দূরদেশে দেখে চেয়ে

তারা ওই আছে রয়ে

বিস্ময়-গাঁথা।

(তিরিশে বৈশাখ, ঝিনার জন্মদিনে)

Tuesday, May 10, 2022

হামাগুড়ি বুড়ো

ব্যাঙের মত থপথপিয়ে

চশমাটারে উল্টে দিয়ে

কাছে এসে বলল

তোরে বাঘে ধলল!

 

আমি ভয়ে পড়িমরি

কোনটা রেখে কোনটা ধরি

লাফ মেরে ধরলাম এক

বাঁশগাছের চুড়ো,

তলায় দেখি লেজ নেড়ে

বাঘ সেজে আসছে তেড়ে

হামাগুড়ি বুড়ো।

=============

০৮/০৫/২০২২; সাতক্ষীরা

ভাবতে ভাল লাগে

শিশুর মতো কোলাহলে

ছুটে এল মেঘদল

ঘিরে নিল আকাশতল

ভিজিয়ে দিল ধরাতল।

 

সাগর আজ নিম্নচাপের

সেখানেই জন্ম এদের।

সাগরকণা ভূতল ছুঁ’ল

জন্ম তাদের পুর্ণ হল।

 

কৃপা চলে এমনি তালে

জীবন-খেলা উগরে দিয়ে

সময় শুধু আদেশ পালে।

 

নিম্নচাপ প্রয়োজনের

সাগরকণা ভূতল ছোঁবে

সে তো সেই আয়োজনের।

 

কইরে ভাই সাহারাতে

হয় না তো এই নিম্নচাপ

সজল ধারায় ভিজে ভিজে

মেটায় না তার তপ্ত ভাঁপ,

কইরে সেথায় দখিন থেকে

আসে না তো মেঘের দল

সজল ছায়ায় মেতে উঠে

দাঁড়ায় নাতো ছুঁতে জল।

 

তাই, যা বল না ভাই

ভাবতে আমার ভাল লাগে

ঠিক যে এমনটাই-

 

এই যে মাটি এই যে বায়ু

জ্যান্ত আজও, মধুর হাসে

জীবন পেতে জীবন দিতে

সাগরকণা মিলতে আসে-

নিম্নচাপে বীর বেশে,

নিম্নচাপ জন্মে তাই

বিধাতারই নির্দেশে।

============

১০/০৫/২০২২; সাতক্ষীরা