জোনাকি। Jonaki, a blog of creative writing.
চনমনে বাতাসে
খুশি খুশি আকাশে
তারা বসে একা,
হেসে হেসে দেখে সে
দূর বন-বাতাসে
রূপ তার আঁকা।
সেই বনে দুলেদুলে
নেচে গেয়ে ঢুলেঢুলে
সবুজ পাতা,
দূরদেশে দেখে চেয়ে
তারা ওই আছে রয়ে
বিস্ময়-গাঁথা।
(তিরিশে বৈশাখ, ঝিনার জন্মদিনে)
No comments:
Post a Comment