Thursday, July 30, 2020

মেঘের দেশে

মেঘের দেশে সোনার ঘরে
সোনা রোদ ছড়িয়ে পড়ে,
দূর আকাশে সকাল সাঁঝে
নীল মুক্তোর খিলান মাঝে
দেখি চেয়ে ঘরখানি
খোলা তার দোরখানি,
সেই ঘরেতে আকাশরানী
দুলছে শুয়ে দোলনায়
শরৎ তারে দোল দেয়।।

(৩১/০৭/২০২০)

No comments:

Post a Comment