Saturday, June 19, 2021

আমার সূর্য্য

এই যে মেঘ-
এও তোমার সৃষ্টি, তোমারই শিষ্য
খেলছ আড়াল আজ
হয়েছ অদৃশ্য
হে সূর্য্য ।

যখন করি প্রণাম
সেই ক্ষণ আমার সার্থক
পুরো জন্মে,
সারা জন্ম সার্থক 
শুধু একটি ক্ষণে
যখন তোমায় ভাবি মনে,
না চাইতেই পাই সৌর্য
হে সূর্য।
(১৯/০৬/২০২১; দক্ষিণশ্রীপুর)

মেঘের দেশের জল














 বৃষ্টি শব্দে ডুবেছে সব

এই সকাল, সকল রব।


ভেজা উঠোন ভেজা পাতা

একটা পাখি ডাকে একা

যায় না দেখা।


ছায়া জমে পাতার তলে

দিন দুপুরে ভিজবে বলে

লিচুতলা ফাঁকা।


ঘাসের পাশে গড়ায় জল

কচুর পাতায় জলের দল

নেই কেউ কোনখানে,

বৃষ্টি সকলখানে

সব যে তারই আঁকা

মেঘের দেশের জল যে ভাই

আমায় দিল দেখা

সেকি যেমন-তেমন দেখা!

(১৯/০৬/২০২১; দক্ষিণশ্রীপুর)

Wednesday, September 30, 2020

ঝিঁঝিঁ পোকার বাগানবাড়ি

 

বাবলু ভঞ্জে চৌধুরী

-----------------------

 জোছনাজাাগা নিঝুম বাগান

ঝিঁঝিঁ পোকার বাগানবাড়ি

ঘুমঘুম জোনাক পুকুর

ঘুমের ধুমে পাতার তাড়ি

মাঝ রাতের কুহক কোথায়

ব্যথার গান ঢালে

টুপ টুপ শিশির ঝরে

লুকিয়ে পাতার গালে।

(৩০/০৯/২০২০; সাতক্ষীরা)





Wednesday, September 23, 2020

সুমেরু যাত্রা

 বাবলু ভঞ্জ চৌধুরী

--------------------------

ওরে ভাই ও কেরু

যাচ্ছ নাকি সুমেরু?

তা বেশ, যাও যাও

বরফ পাবে ফাও,

সঙ্গে নিও চিনি দধি

আইসক্রিম করো যদি

কিন্তু ভাই দেখো

একটুখানি রেখো

সব খেয়ো না চেটেপুটে

এদিক যেমন নিছ লুটে।

(২৩/০৯/২০২০; সাতক্ষীরা)


Tuesday, September 22, 2020

আব্দার

 

বাবলু ভঞ্জ চৌধুরী

-------------------

এই গাঁয়ে আছে এক হুঁকোমুখো বুড়ো

চুলগুলো উল্লুক খায় ভাত কুড়ো

রাতদিন চেয়ে দেখে খইগাছের চুড়ো

চেয়ে চেয়ে হুট করে বলে আমায় উড়ো।

হাড়সার হাত দুটো মেলে দিয়ে শূন্যে

ঘুরপাক খায় শুধু উড়িবার জন্যে

কঞ্চির পা দুটোয় জোরে মেরে ধাক্কা

বলে নাকি উঠে গেছে চার হাত পাক্কা

তারপর উল্টিয়ে পড়ে গিয়ে পুকুরে

খ্যাক করে কেঁদে বলে খাবে তোরে কুকুরে।

(২২/০৯/২০২০)

Thursday, September 17, 2020

শরত

 - বাবলু ভঞ্জ চৌধুরী

-----------------------

তুলোর পাহাড় নীলের গায়ে রাজ- মেজাজে ভাই


আমার একটা পাহাড় ছিল আরেকটা যে চাই


সাত সকালের রোদ বোলাল ওই পাহাড়ে হাত


আমার কিছু রৌদ্র ছিল আর কিছু চাই সাথ।


আরে আরে আরে


পাহাড় দেখি নারে


রোদ লুকলো বৃষ্টি এল নিয়ে গেল তারে।

(15/09/2020)

Thursday, September 10, 2020

ছায়া

 এই ছায়া এই বন

দেখি খুলে মন,

ছায়া আসে দেখা দিতে

দেখা দিয়ে যায় চলে

ভিজে আসে ভেজাতে

ভিজিয়ে যায় চলে।

আমি কী হে ভাই

আমিও তো যাই,

এসেছি আমি হয়ে

আমারে দেখাই,

যার আমি যার সে

তাহাতে মিলাই।

(১১/০৯/২০২০)