Sunday, October 27, 2019

সে এক ছিল

হারিয়ে যাই বলে হারিয়ে ফেলি সব
যেটুকু হারাবার না
সেটুকু নিয়েও হারিয়ে যাই
সেই ভালো,
যদি তোমার চোখে নিজেকে দেখি কখনও...

এক গ্লাস চৈত্রের মাঠ
নির্জনে চিতিয়ে থাকে আকাশের তলে,
চুকচুক শব্দে কলাই ফাটে
রোদ পাতার ওমে,
একপাশে তার প্রজাপতি ওড়ার ওপর
এলিয়ে থাকে বাঁশঝাড়,
সেখানে শীতল ছায়ায় জিরোয়
ধুলোমাখা কৃষ্ণ কায়ার মোসলেম,
আর কেউ নেই, শুধু দূরাগত শব্দ
কলারপাতায় খসখসের মত নিরিবিলি করে চারিধার,

সেসবের মত যদি নিজেকে দেখি কখনও তোমার চোখে

যেন ভাবি, সে এক ছিল
পাশাপাশি বসেছিল আমার পাশে
ঝর্ণাধারায় দাপিয়েছিল দুখানি পা
শিলার পরে বসে,
তামাটে শরীর আমার হাতুড়ি ধরার গন্ধ বিলিয়েছিল
কালোপেড়ে শাড়ির আঁচল দিয়ে মুছিয়েছিল সে
শিশিরের মতো হেসে।

Saturday, July 6, 2019

বৃষ্টি পুকুর

বৃষ্টি পুকুর একলা দুপুরে
ভেজে একা নাই কেহ রে
পাড়ের নীচে নিরজনে
ছায়া ভেজে আপন মনে।
সজনে গাছের রোগা গুড়ি
ভিজতে যে তার নেই জুড়ি
ঘাসগুলো সব মাথা তুলে
ভিজে ভিজে যাচ্ছে বলে
বৃষ্টি সাথে কত কথা
শুনছে শুধু কলার পাতা।

কলার পাতা ভিজে মরে
তাই দেখে ব্যাঙ দুচোখ ভরে
ব্যাঙটা আছে জলের ধারে
বৃষ্টি স্রোতের পথের পারে।

মাঝপুকুরে দুটো হাঁস
ঘাড় গুঁজে নিচ্ছে স্বাস
অঝর ধারায় ভিজছে এসে
চুপটি করে ভেসে ভেসে।

ওই যে পাড়ে নিরজনের
ছায়া আসে বাঁশবনের
ওইখানে ডাল আঁশফলের
ছুঁল শরীর পুকুর জলের।

(০৬/০৭/২০১৯ দক্ষিনশ্রীপুর)

Friday, July 5, 2019

স্বর্গের সই

ঝুপটুপ ঝুপটুপ বৃষ্টির টোপ
টলমল ঝলমল বুনোঘাস ঝোপ
চালে-ডালে খালে-বিলে সাঁ সাঁ সাঁ
চৈ চৈ হৈ চৈ লা লা লা।
শুকনো রুগনো আষাঢ়ের দিন
হলো শেষ বাজে বেশ বৃষ্টির বিণ
চুপচুপ টুপটুপ কে আসে ওই
ছিল কোথা এল হেথা স্বর্গের সই।

(০৫/০৭/২০১৯ দক্ষিনশ্রীপুর)

Tuesday, June 4, 2019

একটি প্রার্থনা

বৃষ্টি এল বেড়াতে
আষাঢ় এল তাতে
এমন করে বৃষ্টি যেন
আসে আগামীতে।

ঠান্ডা স্বচ্ছ নির্মল দানা
ঝরছে যেমন করে
এমন রূপ বৃষ্টির যেন
থাকে যুগ ধরে।

দূষণ কালো মিথ্যে মেঘ
ওড়ে না যেন শুন্যে
এই আকাশ খোলা থাকুক
সত্যি মেঘের জন্যে।

(০৪/০৬/২০১৯; দক্ষিনশ্রীপুর)

Wednesday, May 22, 2019

মায়ের জন্য

মায়ের জন্য মনটা আমার কাঁদে জানো কখন
পুবের মাঠে গাছের মাথায় বাঁধে ঘুড়ি যখন
এক মাথায় সুতো ধরে খাঁ খাঁ রোদে ছুটি
আরেক মাথায় ঘুড়ি যখন মাটিতে লুটোপুটি
সারা বিশ্ব ঘুড়ি হয়ে ভেংচি কাটে যখন
মায়ের আঁচল মনে পড়ে খুব যে আমার তখন।

জানো, আর একটা আছে, বলছি শোনো এবার
ডাব্বা পেলে অঙ্কে সবাই চোখ রাঙাল যেবার
স্কুল থেকে ফিরছি একা মনে ভিষণ দুখ
পড়ছে মনে অবিরত মায়ের সোনা মুখ।

আরো আছে, গোপন কথা, না শুনলে আড়ি
মা যেবার আমায় ছেড়ে গেল মামার বাড়ি
পড়তে বসে বাইরে থেকে ছুটে যেতাম ঘরে
লুকিয়ে কেঁদে মায়ের কষ্ট মিটত তবে পরে।


(২২/০৫/২০১৯; সাতক্ষীরা)

Saturday, April 20, 2019

সত্যজিতের গান

শিল্পীর জিত সত্যজিৎ
বিপুলে ব্যাপকে আনল জিত,
নতুনে চমকে হানল হানা
দুললো ফুললো বিশ্বখানা
গেয়ে গেয়ে গেল জয়ের গীত।।

নিজের নিজেদের গল্প যত
ধরল গড়লো পুঁজি তত
ত্যাগল ছাড়লো অন্যপথ
বিভবে বিচিতে তাই সম্পদ
শিল্পে কল্পে অন্ধ বিভোর
গড়ল গড়ালো শিল্পের ভীত।।

(২০/০৪/২০১৯)

Friday, March 1, 2019

ছড়া-কবিতা-গান


(১)
যারে আমি "আমি"বলি
সেই শক্তিটুকু যাবে নিভে
এই দেহে, যেমন করে
 মোমবাতির আলো নেভে।

 চারধারে থাকবে এমন
 হাজার আলো, দেখো তুমি
তার মাঝে আমায় পাবে
খুঁজো তুমি ।

যে মহাশক্তি ধরেছে ভুবনে
তারই এক ফোঁটা "আমি" হয়ে
দিয়েছিল ধরা, বেসেছিল ভাল,
গেয়েছিল গান, মেখেছিল আলো,
নিয়েছিল শোক অপমান কঠিন জীবনভার
জেনো সবই খন্ড খন্ড আনন্দ তার।

(২২/০২/২০১৯)

(২)  গান
দূর থেকে আসে তোলপাড়
নীরবে আছড়ে পড়ে
ভাঙে দেহমনের পাড়।

তারই টানে সূর্য পানে
পৃথিবী ফেরায় মুখ
সেই টানে দেহ মনে
জেগে ওঠে দুঃখ সুখ।

পূজা তার হয় সকলখানে
সকল মনে জাগে সাড়।।

তারই পূজায় চৈত্র আকাশ
চাঁদের টিপ কপালে দিলো
দখিন হওয়ায় নারকেল পাতায়
চিকচিক করে চাঁদের আলো।
তার পূজাতে পাতার ছায়া
মাথায় নিয়ে জোসনা মায়া
বুকের ভেতর ঢেকে রাখে
ব্যাকুল পাখির আকুল গাওয়া।

তারই পূজায় ঝরা পাতার
মর্মবেদন ওঠে ভেসে
উদাস হাওয়ায় ছায়াপথে
গায় জয়গান কেঁদে কেঁদে।

তারই পূজায় নতুন রঙে
সাজল আকাশ নতুন করে
অবুঝ বোধ উথলে উঠে
বসল জেঁকে ভাষার বাইরে।

জীবন ফোঁটায় ধরল কী এক
বোঝাব তা কেমন করে
ভাষায় পাইনে কেবল উচ্ছাস
উচ্ছসিয়া আবার অসাড়।

দূর থেকে আসে তোলপাড়
নীরবে আছড়ে পড়ে
ভাঙে দেহমনের পাড়।

(২২/০৩/২০১৯: দক্ষিনশ্রীপুর)

(৩)

চৈত্রের রাত    চাঁদের ফাঁদ
পাতার ফাঁকে,
ঝিরিঝিরি হাওয়া    মনপ্রাণে বওয়া
কোকিল ডাকে।

চিকচিক আলো    দেখায় ভালো
নারকেল পাতায়,
ছায়ার বনটা     জোছনার ঘোমটা
টেনেছে মাথায়।

যেটান সুখে     সূর্য মুখে
পৃথিবীর মুখ
সেই যে টানে     দোলা আনে
হৃদয় উন্মুখ।

আজ চৈত্রে  কোন মৈত্রে
কিসের তোড়ে
জীবনপাত্র   উছলি মাত্র
উথলে পড়ে।
(২২/০৩/২০১৯: দক্ষিনশ্রীপুর)

(৪)

কুন্ঠিত হয়ে ঢেকে রাখি
নিজের আলো যত
লোভ করে ভালো সেজে
নিজেকে হারাই তত।
সংকোচে অবগুণ্ঠিত
চঞ্চল ব্যস্ত ত্রস্ত
নিজের আলো ছড়ালাম না
জীবন গড়িয়ে অস্ত।
লোভের শিখায় কামনা জ্বেলে
অন্তর্মুখী হলাম শুধু
মন তলাতে না পেরে
পেলাম ছাই মরু ধুধু।

(২৬/০৩/২০১৯: দক্ষিনশ্রীপুর)