Friday, December 16, 2022

কুয়াসা

রোদে ভাসা ‍কুয়াসা 

মেটায় চোখের তিয়াসা

ওই দূরে মাঠের পরে

ভেসে ভেসে ঝাঁক ধরে

দেখায় তারে ধোঁয়াসা।।

শীত কালেরই শান্ত লোকে

নীল আকাশের বক্ষ হতে

বেরোয় রোদ রাশি রাশি

সোনামাখা হাসি হাসি

মেশায় সে মেলায় সে

কুয়াসার ক্ষণিক ভাসা।।


(১৭ ‍ডিসেম্বর, ২০২২; দক্ষিণশ্রীপুর)

Thursday, December 1, 2022

বন-কুয়াসা

 বন-কুয়াসার পাখনায়

ফাগুন রাতের জোছনায়

তাল-খেজুরের বনে,

পরী মেয়ের বেশে

নেমে এল কে সে

ঘুগরো ডাকার ক্ষণে।

ঘুম আসে না চোখে

খুঁজে বেড়াই তোকে

তারার দেশে চেয়ে,

পাতা খসার ছন্দে

ব্যাথাভরা গন্ধে

তুই কি নামিস বেয়ে?

(১৯/০২/২০২২; দক্ষিণশ্রীপুর)

 

----------

হাওয়ায় নাচে পাতা

তাদের নেই কো কোনো বাঁধা

তাদের নেই কোনো টান

মাটির মায়ার কাছেই তারা

সঁপেছে মন-প্রাণ।

Tuesday, November 29, 2022

মনের বাড়ি

ওই যে বাগান    মুখটি বাড়ায়

মাঠের কানায়,

তারই ছায়ায়      ঘাস-পাতায়

শিশির ঘুমায়।

একলা আকাশ    গল্প বলে

অলস বেলায়.

শোনে ঘাস       প্রজাপতির

ওড়ার তলায়।

ওইখানেতে     মনটা যায়

নাই দেখা

দেখেছিলাম     বাড়ির পাশে

ছিল একা।।

(২৯ নভেম্বর, ২০২২, সাতক্ষীরা)

Saturday, October 22, 2022

শুকনো পাতা

কুঁড়ির গন্ধে তারার ছন্দে

চাঁদ উঠেছে চৈতী সন্ধ্যে

শুকনো পাতার হুতাশ না আর

গন্ধঢালা কথা যে তার

যায় যে ডেকে ক্ষণে ক্ষণে

চৈতী মাঠের ছায়ার কোণে

বেদন যে তার খুশি হয়ে

গন্ধ-ধোঁয়ায় যায় যে বয়ে

যায় যে মিশে যায় যে পিষে

আকাশঢালা খুশির বিষে।

(১৯/০৩/২০২২; দক্ষিণশ্রীপুর)

চৈতালী সন্ধ্যায়

 

আমাদের গ্রামে চৈতালী সন্ধ্যায়

যে মাঠ ঘুমায় তার মাথায়

কলারপাতার ঘোমটা সরিয়ে

চাঁদ ওঠে আলো ছড়িয়ে

তখন আকাশটা যে কেমন, যেন বুক খোলা

দূরের কোন আলো এসে সেখানে দেয় দোলা

দুয়েকটি তারা ছড়িয়ে ছিটিয়ে সবে

শূন্য জড়িয়ে একেবারে নীরবে

চেয়ে থাকে চেয়ে থাকে চেয়ে থাকে

কারে দেখে? হয়তো সেই জানে যারে দেখে

আমি কী আর জানি তা।


শুধু জানি, শুকনো কুঁড়ি শুকনো পাতা

মাড়ানো পেষানো থ্যাতলানো-সারাদিন  যাদের দেয় ফেলে

পুষে রাখা গন্ধ হঠাৎ তারা দেয় ঢেলে

সে কী মৃদু সে কী মন্দ, তবু অধীর আকুল তার ছন্দ

ভেঙেচুরে ঢুকে পড়ে আমার ভেতরে

সে কী র্স্বগীয় না অন্য কিছু খুঁজে মরি অন্তরে

তার পর অবশ, স্থীর, বিমূড় আমি দেখি

মহাবিশ্বের মতো অচল চলিষ্ণু হয়ে থাকি

উঠোনের পরে শুকনো পাতা হয়ে

তখন একটা প্রশ্ন করতে ইচ্ছে করে

আমারও কি গন্ধ বের হয়

আমার গন্ধ কি কেউ টের পায়

এই গ্রামে, এই চৈতালী সন্ধ্যায়।


(১৯/০৩/২০২২, দক্ষিণশ্রীপুর)


Wednesday, August 31, 2022

প্রেমমায়া

প্রেমমায়া   ছায়াছায়া

খই বনে    কুটির কায়া,

তুমি-আমি সেথায় ঘুমাই  

মধ্যরাতে  কুয়াসা নামাই


(৩১/০৮/২০২২; সাতক্ষীরা)


Wednesday, August 24, 2022

বৃষ্টিতাড়া

অকালে অঝোর

বৃষ্টিধারা

শিউলিতলা ভিজে,

সকল গন্ধ

বৃষ্টিতাড়া

মিছে বেড়াই খুঁজে ।

রচনা কাল : ২৩/১০/২০২০ দক্ষিণম্রীপুর